বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস২৪:
কক্সবাজার শহরের তালিকাভুক্ত সস্ত্রাসী সাগরপাড়ের মুনিয়া বাহিনীর প্রধান শাহাদত হোসেন ওরফে মনুকে গ্রেফতার ডিবি পুলিশ।
এসময় তার কাছ থেকে ৩ হাজার ইয়াবা, একটি দেশীয় তৈরি অস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
সোমবার (২৯ জুন) ভোরে শহরের জাম্বুর মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
মনু কক্সবাজার শহরের মধ্যম বাহারছড়ার হাজী আবু শামার ছেলে।
তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতির প্রস্তুতি, মানবপাচার, চুরি, মারামারি, দ্রুত বিচার আইনসহ ৮-১০টি মামলা আছে।
ইয়াবা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক মানস বড়ুয়া বাদি হয়ে আরো একটি মামলা করেছেন।
এদিকে, শাহাদত হোসেন মনুর বড় বোন কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাসিমা আকতার বকুল জানিয়েছেন, তার ছোট ভাই ষড়যন্ত্রের শিকার। কিছু মানুষ প্রশাসনকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ঘটনাগুলো ঘটাচ্ছে।