শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৩ পূর্বাহ্ন
মুহাম্মদ সালাহ্উদ্দিন কাদের:
ঈদগড়-ঈদগাঁও সড়কে সশস্ত্র ডাকাতদলের তান্ডব ঘটেই চলেছে। সোমবার ডাকাতির ঘটনার একটি রাত না পেরুতেই একই সড়কে আরো একটি ডাকাতির হয়েছে। ঘটেছে গুলাগুলির ঘটনাও। চরম আতঙ্ক বিরাজ করছে স্থানীয় জনসাধারণের মাঝে।
মঙ্গলবার (৩০জুন) সকাল সাড়ে ৭ টার দিকে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে চালক পুতু (৪৮) কোং ৩জন যাত্রীসহ ঈদগাঁও থেকে বাইশারি যাওয়ার পথে সড়কের ঈদগাঁঔর হিমছড়ি নামক ঢালায় ১৪/১৫ জনের সশস্ত্র ডাকাতদল তাদের গতিরোধ করে।
অটোরিকশাটি সুকৌশলে পালিয়ে যাওয়ার সময় ডাকাতদল তাদের লক্ষ করে গুলি ছুঁড়ে।
তবে, এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ডাকাতরি ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
ধারাবাহিক একের পর এক ডাকাতির ঘটনা ঘটলেও স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে সন্তুষ্ট নয় এলাকাবাসী।