শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার সরকারি কলেজ শিক্ষক পরিষদের পক্ষ থেকে অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। চলমান কোভিড- ১৯ এর বৈশ্বিক মহামারী সত্ত্বেও বিপুল সংখ্যক কলেজের শিক্ষকগণ এতে উপস্থিত ছিলেন।
এছাড়াও কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ সোলাইমান, কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন এবং কক্সবাজার সাহিত্য একাডেমীর সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীতেও জীবনের ঝুঁকি নিয়ে এ বিদায় সংবর্ধনায় উপস্থিত হওয়ায় বিদায়ী অতিথি অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং উপস্থিত সকলের নিকট অবসর জীবন সুন্দর, সুস্থ ও নিরাপদে কাটানোর জন্য মহান আল্লাহর দরবারে সকলকে দোয়া করার আহ্বান জানান।