শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়াঃ
বদলী হলেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ দিদারুল ফেরদৌস। তিনি পুরনো কর্মস্থল মহেশখালীতে যোগদান করছেন।
তার স্থলে চকরিয়া থানায় ওসি (তদন্ত) এ.কে.এম. সফিকুল আলম চৌধুরীকে যুক্ত করা হয়েছে।
বুধবার (১ জুলাই) পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
দিদারুল ফেরদৌস এর আগেও মহেশখালী থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
কুতুবদিয়া থানায় যোগদানের পর থেকে রাজনৈতিক সহিংসতারোধ, জলদস্যু দমন, মাদক উদ্ধার, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে ছিলেন তিনি।
বিশেষ করে করোনা মহামারি দুর্যোগে অসহায়দের সহায় হয়ে খাদ্য সামগ্রী বিতরণ, ঝুঁকি নিয়ে লাশ দাফন, করোনা রোগীদের চিকিৎসা সহায়তায় সক্রিয় ছিলেন।
পাশাপাশি করোনারোধে নিরলস দায়িত্ব পালন করেন ওসি দিদারুল।