শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪২ পূর্বাহ্ন
এম হাবিবুর রহমান রনি, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বাইশারীতে রাজঘাট ফারি খালের উপর রাবার ড্যাম নির্মাণ শেষ হয়নি ৩ বছরেও। চলছে ঢিমেতালে।
২০১৮ সালের ৩ মার্চ রাবার ড্যাম নির্মাণ প্রকল্পের কাজ উদ্বোধন করেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। সময় গেল প্রায় ৩ বছর। এখনো সমাপ্ত হয়নি নির্মাণ কাজ।
বিএডিসির অর্থায়নে ৩ কোটি ৭৯ লক্ষ টাকা ব্যয়ে ৫শ ৮৩দিন মেয়াদে কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েল এটেসি জেবি।
ঠিকাদারী প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত সাইট প্রজেক্ট ইঞ্জিনিয়ার বিজয় ধর ও রানা বিশ্বাস জানান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বি.এ.ডি.সি) ৭০% কাজ করার পর ও বিল দিতে অনীহা প্রকাশ করছে। তাই কাজ চালিয়ে নিতে সমস্যা দেখা দিচ্ছে।
বি.এ.ডি.সি সার্বিক সহযোগিতা না করায় এই রাবার ড্র্যাম প্রকল্পের কাজ সঠিক সময়ে করা যাচ্ছে না বলে জানান ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
তবে, আবহাওয়া ভালো থাকলে কয়েক মাসের মধ্যে উক্ত কাজ শষে করা যাবে বলে তিনি আশাবাদী।
রাবার ড্যামটি চালু হলে শুষ্ক মৌসুমে অনাবাদী থাকা জমি গুলোও চাষের আওতায় আসবে। তাতে লাভবান হবে অন্তত এক হাজার কৃষক পরিবারের দেড় হাজার একর কৃষি জমি।
বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম ঠিকাদারদের গাফিলতির কারণে কাজটি এগুচ্ছে না বলে অভিযোগ তুলেন।
দ্রুত সময়ে রাবার ড্যামের কাজ শেষ করতে জেলার প্রশাসক ও জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছে স্থানীয় বাসিন্দারা।