রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

রামুতে বনদস্যুদের হামলায় বিট কর্মকর্তাসহ দুইজন আহত

বার্তা কক্ষ / ২৯১ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

কামাল শিশির, রামু:
রামুতে বনদস্যুদের হামলায় বাঘখালী বিট কর্মকর্তা মো: আলাল উদ্দিন ও বন প্রহরী মো: নুরুল আলম গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। ঘটনায় জড়িত কেউ আটক হয় নি।

বাঘখালী রেঞ্জাধীন বাঘখালী বিটের কাউয়ারখোপ মৌজার বনভূমিতে অবৈধভাবে মাছ চাষের জন্য পাহাড়ের মাটি কেটে বাঁধ তৈরির সময় এবং পাশে বনভুমিতে অবৈধ ভাবে জবরদখল করে ঘেরাবেড়া দিয়ে লেবু চাষ করার অপচেষ্টাকালীন রেঞ্জ কর্মকর্তা এ কে এম আতা এলাহীর নেতৃত্বে বিট কর্মকর্তা আলা উদ্দিনসহ অন্যান্যরা লেবুর চারা কেটে ও ঘেরাবেড়া ভেঙে আনুমানিক ১ একর ৫০ শতক রির্জাভ বনভূমি জবরদখল মুক্ত করা হয়।

উচ্ছেদ অভিযান শেষে ঘটনাস্থল ত্যাগ করার সময় স্থানীয় চিহ্নিত বনদস্যু পূর্ব কাউখারখোপ এলাকার মৃত ইয়াছিনের ছেলে জসিম উদ্দিন বাবুল, রিদুয়ান, আমান উল্লাহ আমানু, ভিলেজার পাড়া এলাকার আবদুল হাকিমের পুত্র মো:আজিম প্রকাশ কালু, মধ্যম কাউয়ারখোপ এলাকার নজু মিয়ার পুত্র আবদুস সালামসহ আরো অনেকের অতর্কিত হামলায় অভিযানে অংশগ্রহণ কারীগন মারাত্মক ভাবে জখম হয়েছেন বলে জানান রেঞ্জ কর্মকর্তা। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানান রেঞ্জ কর্মকর্তা একে এম আতা এলাহি।