বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস২৪:
কক্সবাজার সদরে ৩৫জনসহ ৭০ জনের করোনা পজিটিভ হয়েছে।
রোববার (৩১মে) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব এই রিপোর্ট দিয়েছে।
এদিন মোট ২৫৮জনের স্যাম্পল টেস্ট করা হয়।
সেখানে ৭০জনের ‘পজেটিভ’ রিপোর্টের মধ্যে কক্সবাজার জেলার ৬৪জন। ভিন্ন জেলার ২ জন। ৪ জন ফলোআপ।
কক্সবাজার জেলার ৬৪ জনের মধ্যে- কক্সবাজার সদর উপজেলা ৩৫, উখিযায় ১২, টেকনাফ ১১, মহেশখালী ১, রামু ২, চকরিয়া ২, পেকুয়া ১।
ভিন্ন জেলার দুইজনের মধ্যে ১ জন নাইক্ষ্যংছড়ি এবং আরেকজন লামার।
বাকী ১৮৮জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।