শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:৩৪ অপরাহ্ন
কক্সবাজার টাইমস২৪:
কক্সবাজার সদরের ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত হয়েছেন ইসলামপুর লবণমিল মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মনজুর আলম (দাদা)।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব ও সাধারণ সম্পাদক মাহমুদুল করিম স্থানীয় নেতাকর্মীদের সাথে পরার্শ করে তাকে এ দায়িত্ব দেন।
দীর্ঘদিনের সভাপতি সাবেক চেয়ারম্যান মনজুর আলমের মৃত্যুর কারণে সভাপতি পদটি শূণ্য হয়ে যায়।
তাই দলের গঠনতন্ত্র অনুসারে শূণ্য পদে মনজুর আলম (দাদা)কে ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করা হয়।
অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন ভারপ্রাপ্ত সভাপতি মনজুর আলম।
উল্লেখ্য, গত ২৫ জুন সাবেক চেয়ারম্যান ও বর্ণাঢ্য রাজনীতিক মনজুর আলম মারা যান।