সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৫ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস২৪ ডেস্ক:
সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে লাদাখে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার সকালেই তিনি বিশেষ বিমানে আচমকা লাদাখের লেহ ঘাঁটিতে যান। তার সঙ্গে ছিলেন তিন বাহিনীর প্রধান চিফ অব ডিফেন্স জেনারেল বিপিন রাওয়াত ও সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরবনে।
প্রধানমন্ত্রীর দফতরের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়, মোদি খুব ভোরেই ওই এলাকায় পৌঁছে যান। সেখানে তিনি পদাতিক সেনা, বিমান বাহিনী ও আইটিবিপি (ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশ) কর্মীদের সঙ্গে নানা বিষয়ে কথাবার্তা বলছেন। যে এলাকায় তিনি এখন আছেন সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১১,০০০ ফুট ওপরে, জ্যানস্কর রেঞ্জের ওই এলাকা খুবই দুর্গম।
কয়েক মাস ধরে চলা সীমান্ত উত্তেজনা মারাত্মক হয়ে ওঠে গত ১৫ জুন। গালওয়ান উপত্যকায় চীনের পিপলস লিবারেশন আর্মির সঙ্গে নিরস্ত্র সংঘাতে অন্তত ২০ ভারতীয় সেনা নিহত হন। ওই ঘটনার পর লাদাখের গালওয়ান উপত্যকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।