রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

করোনা রোগিদের আইসোলেশনে রেখে চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবী

বার্তা কক্ষ / ২৩৪ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

প্রেস বিজ্ঞপ্তি
উপজেলার একমাত্র সরকারী নিবন্ধিত কুতুবদিয়া প্রেসক্লাবের জরুরী সভা ক্লাবের সভাপতি ও বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আ.ন.ম.শহীদ উদ্দীন ছোটনের সভাপতিত্বে অনুষ্টিত হয়।
৩ জুলাই বড়ঘোপ ইউপি’র সম্মেলন কক্ষে সভায় উপজেলাতে করোনা রোগী বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে চিহ্নিত রোগীদের বাড়ীঘরে ছেড়ে না দিয়ে আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবী জানানো হয়। মরণঘ্যাতি এ রোগের সংক্রমণ ঠেকাতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনীতিক, সাংবাদিকসহ সর্বমহলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহবান জানানো হয়।
ক্লাবের সাধারণ সম্পাদক এম.এম.হাছান কুতুবীর সঞ্চালনায় সভায় উপজেলার সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করে বক্তব্য রাখেন অর্থ সম্পাদক এম.এ.মান্নান, কার্যনির্বাহী সদস্য আরিফুল ইসলাম।
সভায় বিভিন্ন দৈনিক ও অনলাইন পত্রিকায় সক্রিয়ভাবে জড়িত মুহাম্মদ নজরুল ইসলাম (দৈনিক সকালের সময়), মুহাম্মদ মনিরুল ইসলাম মনির (দৈনিক কক্সবাজার প্রতিদিন), ইফতেখার শাহজীদ রোকন (দৈনিক ইনানী), মুহাম্মদ আবুল কাশেম (দৈনিক আমাদের কক্সবাজার) ও মুহাম্মদ শাহেদুল ইসলাম মনির (দৈনিক যায়যায়দিন)’র প্রেসক্লাবের সদস্যভূক্তির আবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এ ছাড়া বর্ষায় জন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণে বেড়িবাঁধের কাজ দ্রুত সম্পন্ন করণ, করোনাকালীন সময়ে কর্মহীন অসহায় মানুষের খাদ্য নিশ্চিতসহ আইন শৃংখলার পরিবেশ সহনীয় পর্যায়ে রাখার দাবী জানানো হয় সভায়।