শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন
খলিল চৌধুরী, সৌদি আরব:
করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেলো মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব।
শুক্রবার (৩ জুলাই) নতুন করে ৪ হাজার ১৯৩ জন শনাক্ত হয়েছে।
বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৯৪৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৪০ হাজার ৬১৪ জন। মারা গিয়েছেন ৫০ জন।
বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ৫৯ হাজার ৩৮৫ জন, এদের মাঝে গুরুত্বর অবস্থায় রয়েছেন ২ হাজার ২৯১ জন। এ পর্যন্ত মোট মারা গিয়েছেন ১ হাজার ৮০২ জন।
দেশটির রিপোর্ট অনুযায়ী- নতুন আক্রান্তদের মধ্যে দাম্মামে ৪৩১, আল হাফুফে ৩৯৯, রিয়াদে ৩৮৩, তাইফে ৩০৬, আল মোবারজে ২৭৯, , মক্কায় ২১০, জেদ্দায় ১৬৯, আল কাতিফে ১৬৮, আল খোবারে ১৩৬, মদিনায় ৯২, হাফুর আল বাতিনে ৯১ ও অন্যান্য এলাকায় বিপুল সংখ্যক রোগী সহ মোট ৪ হাজার ১৯৩ জন রোগী শনাক্ত করেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।
করোনা- বিস্তার প্রতিরোধ ঠেকাতে গত ২ মাচ থেকে প্রায় সাড়ে তিন মাস ধরে পবিত্র মক্কা-মদিনা হেরাম ও আন্তজাতিক ফ্লাইট, ব্যবস-বাণিজ্য ও ১৩টি বড় শহরে অনির্দিষ্টকালসহ সৌদি আরব জুড়ে করোনাকালীন বিশেষ কারফিউ জারী করেন দেশটির সরকার।