শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২১ পূর্বাহ্ন
হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর:
হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি, শায়খুল ইসলাম আল্লামা শাহ শফী ( দা.বা.) এর বিশিষ্ট খলীফা, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার পরিচালক, প্রবীণ আলেমেদ্বীন মাওলানা আবুল হাসান সাহেবের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা আমীর মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, যুগ্ম-সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, মাওলানা ফরিদুল হক, কক্সবাজার শহর আমীর মাওলানা নুরুল হক চকোরী, সাধারণ সম্পাদক মাওলানা খালেদ সাইফী, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলী, সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ, রামু উপজেলা সভাপতি হাফেজ মোরশেদ ফয়েজ, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল করিম, অর্থ সম্পাদক মুহাম্মদ অলি উল্লাহ আরজু, জোয়ারিয়ানালা ইউনিয়ন আহবায়ক হাফেজ আশরাফ হোসাইন প্রমুখ।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা আবুল হাসান রহ. ছিলেন বহু বুযুর্গানেদ্বীনের সান্নিধ্যধন্য আধ্যাত্মিক চেতনাসম্পন্ন একজন বিদগ্ধ আলেমেদ্বীন। তিনি অত্যন্ত সাদামাটা জীবন যাপন করতেন। ন্যায়-নিষ্ঠা, আমানতদারিতা, দায়িত্বশীলতা, সদালাপচারিতা, ভদ্রতা, অতিথিপরায়ণতা তাঁর অন্যতম চারিত্রিক ভূষণ। সারাটি জীবন দ্বীনি মাদ্রাসার খেদমতে নিবেদিত থেকে ইলমে নবভীর বিকাশধারায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি দীর্ঘ দিন যাবৎ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাকেন্দ্র জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার সহকারী পরিচালক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে পরিচালক পদে নিযুক্ত হয়ে অত্যন্ত ইখলাস ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়াও তিনি উম্মুল মাদারিস জামিয়া আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারীর মজলিসে শুরারও সদস্য ছিলেন। তিনি আকাবিরে দেওবন্দের হাতে গড়া ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলার অন্যতম মুরুব্বী হিসেবে যে কোন গুরুত্বপূর্ণ ইস্যুতে সুপরামর্শ ও অনুপ্রেরণা দিতেন। একজন সমাজ হিতৈষী একজন আলেম হিসেবেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বরেণ্য এ আলেমেদ্বীনের ইন্তেকালে আমরা একজন আদর্শ অভিভাবককে হারালাম। আমরা আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
মাওলানা আবুল হাসান (৭৮) রবিবার (৫ জুলাই) সকাল ৮ টায় সদরের পিএমখালী ইউনিয়নের ধাউনখালী নিজের বাড়িতে ইন্তেকাল করেছেন।
তিনি কয়েক দিন ধরে বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ সমস্যায় ভুগছিলেন। আজ বিকাল ৪ টায় পিএমখালী ইউনিয়নের ধাউনখালী নিজের বাড়ি সংলগ্ন পূর্বপাড়া জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।