সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:১২ পূর্বাহ্ন
বান্দরবান সংবাদদাতা:
বান্দরবানে রাজবিলার বাঘমারা এলাকায় জেএসএস-এর দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে জেএসএস সংস্কার এর ৬ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও অন্তত তিন জন।
মঙ্গলবার (৭ জুলাই) ভোরে এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোরে পার্বত্য জনসংহতি সমিতি (জেএসএস) এর মূল ও সংস্কার দুই গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের হয়। এঘটনায় জেএসএস-এর সংস্কার গ্রুপের ৬ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও ৩ জন। তবে হতাহতদের নাম এখনও জানা যায়নি।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।