বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস২৪:
কক্সবাজার জেলা প্রশাসন পরিচালিত আবাসিক আইসোলেশস সেন্টার (হোটেল সী-প্রিন্সেস) এর জন্য ১০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে দেশের অন্যতম বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) ইপসা।
সোমবার (৬ জুলাই) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলির হাতে অক্সিজেন সিলিন্ডারসমূহ হস্তান্তর করেন সংস্থাটির আঞ্চলিক পরিচালক খালেদা বেগম।
‘HelpAge International, Bangladesh’ প্রজেক্টের মাধ্যমে আইসোলেশন সেন্টার (200 বেড)-এ উপহার হিসেবে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তরকালে উপস্থিত ছিলেন- প্রকল্প সমন্বয়ক (প্রশিক্ষণ ও প্রচারণা) নাজমুল বরাত রনি এবং ইপসার পোকাল পার্সন মোহাম্মদ হারুন ও আইসোলেশন সেন্টারের প্রোগ্রাম ম্যানেজার।
একই দিন উখিয়া আসোলেশন সেন্টারের জন্য অনেক মেডিকেল সরঞ্জাম প্রদান করেছে ইপসা।
ইয়ং পাওয়ার ইন সোস্যাল একশান (ইপসা)-এর আঞ্চলিক পরিচালক খালেদা বেগম বলেন, করোনা ভাইরাসের সংক্রণ থেকে মানুষকে রক্ষায় আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি। সাধ্যমতো আইসোলেশন সেন্টারসমূহে সহযোগিতা করছি। আগামীতেও আমাদের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
আইসোলেশন সেন্টারে অক্সিজেন সিলিন্ডার প্রদান করায় ইপসাকে ধন্যবাদ জ্ঞাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলি।