বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস২৪ঃ
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরীর করোনা নেগেটিভ হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব থেকে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে।
নজরুল ইসলাম চৌধুরী কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে চিকিৎসাধীন।
গত ২২ জুন দুপুরে নজরুল ইসলাম চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হলে বিকেল ৪ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
পরের দিন ২৩ জুন তার করোনা ধরা পড়ে।
এরপর থেকে সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
ক’দিন পূর্বে ওখান থেকে ইউনিয়ন হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে, অসুস্থ আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরীকে মঙ্গলবার দুপুরে হাসপাতালে দেখতে যান পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
এসময় তিনি চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। কথা বলেন চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে।