বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মোহাম্মদ তারেক জামিনে বেরিয়ে এসে মালুমঘাটে হত্যা মামলার আসামীদের হামলা লুটপাট কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন বৈষম্যমুক্ত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও এম আর পি বাস্তবায়ন চান ওষুধ ব্যবসায়ীরা

বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরীর করোনা নেগেটিভ, খোঁজ নিলেন মেয়র মুজিব

বার্তা কক্ষ / ৩৪৯ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন

কক্সবাজার টাইমস২৪ঃ 
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরীর করোনা নেগেটিভ হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব থেকে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে।

নজরুল ইসলাম চৌধুরী কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে চিকিৎসাধীন।

গত ২২ জুন দুপুরে নজরুল ইসলাম চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হলে বিকেল ৪ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

পরের দিন ২৩ জুন তার করোনা ধরা পড়ে।

এরপর থেকে সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

ক’দিন পূর্বে ওখান থেকে ইউনিয়ন হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে, অসুস্থ আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরীকে মঙ্গলবার দুপুরে হাসপাতালে দেখতে যান পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

এসময় তিনি চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। কথা বলেন চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে।