শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০১:২৯ অপরাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

পুলিশের সহায়তায় মোবাইল উদ্ধার

বার্তা কক্ষ / ৩৪৪ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০১:২৯ অপরাহ্ন

জাহেদুল ইসলাম, লোহাগাড়া:
মিন্টু বিকাশ ধর নামের এক ব্যক্তি প্রায় তিন মাস আগে তার এন্ড্রয়েড ফোনটি হারিয়ে ফেলেন। অনেক জায়গায় সন্ধান করে মেলেনি শখের সেই মোবাইলটি। অবশেষে শরণাপন্ন হন পুলিশের। একটি হারানো ডায়েরি করেন।

আর মানবিক পুলিশও ডায়েরির অনুবলে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধারে তৎপর ছিল। অবশেষে কললিস্টের সূত্র ধরে বান্দরবান থেকে মোবাইলটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল প্রকৃত মালিক মিন্টু বিকাশ ধরের হাতে মোবাইলটি তুলে দেন লোহাগাড়া থানার এএসআই মো. মাঈনুদ্দিন।

এএসআই মো. মাঈনুদ্দিন জানান, মিন্টু বিকাশ ধরের মোবাইল ফোনের কললিস্ট সংগ্রহ করে ফোন করলে বৃদ্ধ লোক রিসিভ করেন।

ইতোমধ্যে মোবাইল ফোনটি বিক্রয় করে দেন তিনি।

কৌশলে বৃদ্ধ লোকটিকে বিক্রিত মোবাইল ফোনটি ফিরে আনার জন্য বলা হয়।

বিক্রিত মোবাইল ফোনটি লোকটি বান্দরবান থেকে ক্রয় করে থানায় জমা দেন।

এদিকে, তিনমাস পর হারানো মােবাইল ফোন ফিরে পোয়ে মহাখুশি মিন্টু বিকাশ ধর। তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।