বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মোহাম্মদ তারেক জামিনে বেরিয়ে এসে মালুমঘাটে হত্যা মামলার আসামীদের হামলা লুটপাট কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন বৈষম্যমুক্ত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও এম আর পি বাস্তবায়ন চান ওষুধ ব্যবসায়ীরা

কক্সবাজারে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রানীর মৃত্যু 

বার্তা কক্ষ / ৩৩২ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন

কক্সবাজার টাইমস২৪:
করোনার উপসর্গ নিয়ে জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা এক নারীর মৃত্যু হয়েছে।

তার নাম মনোয়ারা বেগম (৫৫)। তিনি টেকনাফ পৌরসভার ডেইলপাড়া এলাকার মোহাম্মদ কবিরের স্ত্রী।

সোমবার (১ জুন) সকাল ১১ টার দিকে তিনি মারা যান। তিনদিন আগে তার করোনার লক্ষণ দেখা দেয়। রবিবার কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হন।

এর আগে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি ডাক্তার দেখিয়েছেন বলে জানান রোগটির মেয়ে জাহেদা বেগম।

তিনি জানান, তার মায়ের জ্বর-সর্দি হলে দুদিন আগে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। সেখানে ডাক্তার দেখেন। অবস্থার উন্নতি না হওয়ায় রবিবার জেলা সদর হাসপাতালে রেফার করে। জরুরি বিভাগের চিকিৎসক তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি দেন। আজ সকালে মারা গেছেন।

মৃত্যুর পরে মায়ের করোনাভাইরাস পরীক্ষার নমুনা নেয়া হয় বলে জানান জাহেদা বেগম।

উল্লেখ্য, আজ সোমবার সকালে  সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে আরো দুইজনের মৃত্যু হয়।

সেখানে একজন করোনা আক্রান্ত ছিলেন। তার নাম এছারুল করিম। তিনি শহরের পাহাড়তলীর ইছুলুরঘোনার বাসিন্দা।

আরেকজন মুহাম্মদ করিম করোনা উপসর্গ নিয়ে মারা যান। তিনি শহরের ২ নং ওয়ার্ডের মধ্যম নুনিয়ারছাড়ার বাসিন্দা।