শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:১৮ অপরাহ্ন

শিরোনাম :
লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মোহাম্মদ তারেক

খরুলিয়ার তরুণ ব্যবসায়ী শালিক আর নেই

বার্তা কক্ষ / ২৫৪ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:১৮ অপরাহ্ন

শাহীন মাহমুদ রাসেল:

কক্সবাজার সদরের খরুলিয়া বাজারের তরুণ ব্যবসায়ী ও বাজার ইজারাদার আব্দু হান্নান শালিক (৪০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সে ঝিলংজার ৮নং ওয়ার্ডের খরুলিয়া চেয়ারম্যান পাড়া এলাকার হাজী মৌলানা বখতিয়ার আহাম্মদের ছেলে ও ঝিলংজা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত মৌলানা মোক্তার আহাম্মদের ভাতিজা।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরের নামাজের পর থেকে তার শরীর হঠাৎ খারাপ হয়। একপর্যায়ে অবস্থা বেশি খারাপ হলে তিনি পরিবারকে বিষয়টা জানান। পরে তাকে ৩টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

শুক্রবার (১০ জুলাই) সকাল ১০ টায় তালিমুল কোরআন মাদ্রাসার মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তার ভাই বড় ভাই সাইফুল ইসলাম।