শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:১৮ অপরাহ্ন
শাহীন মাহমুদ রাসেল:
কক্সবাজার সদরের খরুলিয়া বাজারের তরুণ ব্যবসায়ী ও বাজার ইজারাদার আব্দু হান্নান শালিক (৪০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সে ঝিলংজার ৮নং ওয়ার্ডের খরুলিয়া চেয়ারম্যান পাড়া এলাকার হাজী মৌলানা বখতিয়ার আহাম্মদের ছেলে ও ঝিলংজা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত মৌলানা মোক্তার আহাম্মদের ভাতিজা।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরের নামাজের পর থেকে তার শরীর হঠাৎ খারাপ হয়। একপর্যায়ে অবস্থা বেশি খারাপ হলে তিনি পরিবারকে বিষয়টা জানান। পরে তাকে ৩টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
শুক্রবার (১০ জুলাই) সকাল ১০ টায় তালিমুল কোরআন মাদ্রাসার মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তার ভাই বড় ভাই সাইফুল ইসলাম।