সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস২৪
কক্সবাজার সদর সদরের ঝিলংজা বাংলাবাজার ছুরতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ ও বাংলাদেশ বেতার কক্সবাজারের ধর্মীয় আলোচক মাওলানা আবুল কালাম মুরাদ (৫৬) ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (১০ জুলাই) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এই খবর জানিয়েছেন মরহুমের ভাগ্নে চকরিয়া সিটি হাসপাতালের এমডি শফিউল আজম মুসা।
তিনি জানান, অধ্যক্ষ মাওলানা আবুল কালাম মুরাদ হার্ট এ্যাটাক করলে ১ জুলাই চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসায় সুস্থ হলে বাড়িতে নিয়ে আসা হয়।
দুইদিন আগে হঠাৎ আবারো অসুস্থ পড়লে বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
অধ্যক্ষ মাওলানা আবুল কালাম মুরাদ চকরিয়া নামার চিরিঙ্গা মাস্টার পাড়ার বাসিন্দা মরহুম গোলাম আলী সওদাগরের বড় ছেলে। সাংসারিক জীবনে ৩ ছেলে, ১ মেয়ে।
তিনি একজন পরিচিত আলোচক ও চকরিয়া সোসাইটি শাহী জামে মসজিদের সাবেক খতিব।
মরহুমের নামাজে জানাজা আজ (শুক্রবার) আসরের নামাজের পর নামার চিরিঙ্গা পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত হবে।