রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

স্বাস্থ্যবিধি অমান্য করায় বাংলাদেশ বিমানকে ১ কোটি টাকা জরিমানা

বার্তা কক্ষ / ৩৭৬ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন

খলিল চৌধুরী, সৌদি আরবঃ

স্বাস্থ্যবিধি অনুযায়ী উড্ডয়ন না করায় রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বাংলাদেশ এয়ার লাইন্সকে সাড়ে ৪ লাখ সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১ লাখ ৭৩ হাজার ৫০০ টাকা) জরিমানা করেছে সৌদি আরব।

স্বাস্থ্য বিধি অনুযায়ী বিমানে স্প্রে না করায় এ জরিমানা গুনতে হচ্ছে বিমানকে।

সম্প্রতি এই জরিমানা করা হয় বলে মঙ্গলবার (১৪ জুলাই) বিমান সূত্র জানিয়েছে।

এ ঘটনা অনুসন্ধান, দায়ীদের চিহ্নিত ও ভবিষ্যতে এ ধরনের ঘটনারোধে সুপারিশ দিতে ৩ সদস্যের তদন্ত কমিটি করে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিমানের পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দিন আহমদ স্বাক্ষরিত অফিস আদেশে ১১ জুলাই এ কমিটি করা হয়।

কমিটির আহ্বায়ক করা হয়েছে বিমানের ব্যবস্থাপক গ্রাউন্ড সার্ভিস (এয়ারপোর্ট সার্ভিসেস) মো. গোলাম সারওয়ারকে। সদস্য সচিব করা হয়েছে সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মো. মাছুদুল হাছানকে।

সদস্য হিসেবে আছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপ-ব্যবস্থাপক (অর্থ) প্রণব কুমার বড়ুয়াকে। আদেশে বলা হয়েছে, কমিটি প্রয়োজনে যে কোনও কর্মকর্তাকে সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবেন।

তবে সৌদি আরবে কোন দিন স্বাস্থ্যবিধি ভঙ্গের ঘটনা ঘটেছে অফিস আদেশে তা উল্লেখ করা না হলেও নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ঘটনাটি ঘটেছিল ২০১৭ সালে।