বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
খলিল চৌধুরী, সৌদি আরবঃ
পবিত্র কাবা ঘরের উপরে আজ (১৫ জুলাই) সৌদি সময় ১২টা ২৭ মিনিটে সূর্য অবস্থান করবে।
আল হারামাইন শরীফাইন পেইজে তথ্যটি প্রচারিত হয়েছে।
বাংলাদেশ সময় ৩টা ২৭ মিনিটে দৃশ্যটি দেখা যাবে। বিশ্বের যে কোন প্রান্ত থেকে যে কেউ সূর্যের দিকে তাকালে পুরোপুরি কিবলার সাথে একত্রিত হতে পারবে, এমনটি ভাষ্য বিশ্লেষকদের।
সূর্য সরাসরি কাবার মাঝ বরাবর উপরে ওঠার সাথে সাথে মুসলমানেরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কোনো কম্পাস ছাড়াই কিবলার সঠিক দিক নির্ধারণ করতে পারবেন।
সূর্য কাবার ঠিক মাঝ বরাবর উপরে আসার কারণে এটি তার কাঠামোর স্বকীয় চিহ্নের সমান্তরাল হয়ে যাবে। যার কারণে কাবা ঘরের ছায়া অদৃশ্য থাকবে।
উল্লেখ্য, এটি কাবার ঠিক মাঝ বরাবর উপরে আসার দ্বিতীয় ঘটনা। এর আগে গত ২৭ মে বাংলাদেশ সময় ৩ টা বেজে ১৮ মিনিটে সূর্য কাবার ঠিক মাঝ বরাবর উপরে এসেছিল। যার ফলে কাবার ছায়া একেবারেই অদৃশ্য ছিল।