শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
কক্সবাজার টাইমস২৪
উখিয়ার বালুখালী থেকে ৮ হাজার ইয়াবাসহ নুরুল আমিন (৩৩) নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (২১ জুলাই) বিকালে বালুখালী পানবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
নুরুল আমিন ওই এলাকার মৃত কালুর ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কতিপয় মাদক ব্যবসায়ী বালুখালী দাখিল মাদ্রাসা ও এতিমখানার গেইটের সামনে কক্সবাজার-টেকনাফ পাঁকা রাস্তার পশ্চিম পার্শ্বে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে, তারা এমন সংবাদ পায়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের একটি চৌকশ আভিযানিক দল ওই স্থানে পৌঁছালে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী নুরুল আমিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে সর্বমোট ৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়া সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।