রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস২৪
সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে তরুণ-যুব-প্রবীণ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান জানিয়েছেন দৈনিক আজকের কক্সবাজার পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ হাসান মেহেদী রহমান।
তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলে যে কোন কঠিন কাজেও সফলতা পাওয়া যায়। সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। নিজ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন ও সমাজের উন্নয়নে সবার সচেতনতা দরকার।
শুক্রবার (১৪ আগস্ট) কক্সবাজার শহরের পশ্চিম টেকপাড়া সমাজ কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এলাকার যে কোন প্রয়োজনে জনগণের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন মেয়র পুত্র হাসান মেহেদী রহমান।
এর আগে ইরফানুল খায়েরের কোরআন তেলাওয়াতের মাধ্যমে পুনর্মিলনী শুরু হয়।
এলাকার মুরব্বি মোঃ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঈদ পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক আমিনুর রশিদ, সদস্য সচিব বখতিয়ার হোসেন।
বক্তব্য রাখেন- মঞ্জুরুল হাসান, রফিকুল ইসলাম, আশিকুর রহমান, জাবেদ, মাসুদ।
মিলনমেলায় এলাকার দুই কৃতি সন্তান আশিক রিয়াদ ও ইরফানুল খায়ের বাবলাকে মেধাবী স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সিটি কলেজের প্রভাষক তৌহিদুর রহমান।
মিলনমেলায় সার্বক্ষণিক সহায়তায় ছিলেন জসিম, নুরুল আবছার, শাহাদাত হোসেন, জুনায়েদ, হারুন, কৃষিবিদ মোঃ এমরান কবির, সাইফুদ্দিন, আবু জায়েদ, আরমান কবির, হোসেন রেজা, রিদুয়ান, আবু জাহিদ, মঞ্জুর, জাহিন।