শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পারভেজ মোশারফের চিকিৎসাসেবায় এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্যা হিউমিনিটি কক্সবাজার।’
পারভেজ কক্সবাজার সদরের ঝিলংজা দক্ষিণ মুহুরীপাড়ার হতদরিদ্র পিতা আব্দুশ শুক্কুরের কনিষ্ঠ পুত্র।
সপ্তাহখানেক আগে দুর্ঘটনায় তার ডান হাতের দুইটি হাড় সম্পূর্ণরূপে ভেঙে যায়। অনেকটা অচল হয়ে পড়ে জীবনযাত্রা। দরিদ্র পিতার পক্ষে পারভেজের চিকিৎসা করা সম্ভব হচ্ছিল না।
ছেলের চিকিৎসা খরচ যোগাতে বিত্তবান মানুষজনের দারস্থ হন আব্দুশ শুক্কুর। এ খবরটি যায় মানবিক সংগঠন ‘সেভ দ্যা হিউমিনিটি কক্সবাজার’ এর নেতৃবৃন্দের কাছে। যেমন নাম তেমন কাজ। সহায়তার হাত বাড়ালো তারা।
প্রাথমিকভাবে সংগঠনের তহবিল, নির্বাহী সদস্য, উপদেষ্টা সদস্য ও শুভাকাংখীদের যৌথ সহযোগিতায় নগদ পাঁচ হাজার টাকা আহত পারভেজের হাতে তুলে দেয়া হয়।
শুধু তাই নয়, পরবর্তী ওষুধের ব্যয়ভারও সংগঠনটি নিয়েছে।
আর দুর্দিনে মানবিক সহায়তা পেয়ে সংগঠনটির প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন আহত পারভেজসহ স্বজনেরা।
উল্লেখ্য, এটি স্বেচ্ছাসেবী সংগঠনটির চিকিৎসা খাতের ১৫ নম্বর প্রকল্প।
এই কর্মসূচি বাস্তবায়নে সংগঠনের নির্বাহী সদস্য রূমা সিদ্দিকা, শাহ খুরশেদ, হাফেজ টিপু সুলতান, বশির উদ্দিন মোহাম্মদ, মোঃ ফয়সাল, উপদেষ্টা সদস্য মোঃ আল আমিন ও শুভাকাংঙ্খী মোঃ জুনায়েদ উপস্থিত ছিলেন।
মানবিক কর্মে যে যার মতো করে হাত বাড়িয়ে দেওয়ার জন্য সংগঠনের নেতৃবৃন্দ আহ্বান জানিয়েছেন।