শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মোহাম্মদ তারেক জামিনে বেরিয়ে এসে মালুমঘাটে হত্যা মামলার আসামীদের হামলা লুটপাট কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন বৈষম্যমুক্ত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও এম আর পি বাস্তবায়ন চান ওষুধ ব্যবসায়ীরা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দখলবাজদের আইনের কাঠগড়ায় হাজির করা হবে কক্সবাজারে কোস্টের নারী নেটওয়ার্কিং কমিটির নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ

ওসি প্রদীপের স্ত্রীর সম্পদের পাহাড়

বার্তা কক্ষ / ২৭২ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

বাবার ব্যবসা পুঁজি করে নিজেকে পরিচয় দিয়েছেন কমিশন ব্যবসায়ী হিসেবে। ভোগদখল করা ৬ তলা বাড়ির মালিকানা পাওয়ার দাবিও করেছেন বাবার কাছ থেকে। বলেছেন মাছচাষের গল্প। তবে সত্যতা মেলেনি কোনটিরই।

স্বামী প্রদীপ কুমার দাশ পুলিশ কর্মকর্তা, সেটিই যেন আলাদিনের চেরাগ হয়ে আসে স্ত্রী চুমকির জন্য। দুদকে দেয়া সম্পদ বিবরণীতে চুমকি কারণ নিজেকে দেখিয়েছেন কমিশন ব্যবসায়ী হিসেবে। দিয়েছেন পুকুর ইজারা নিয়ে মাছ চাষের তথ্য। পিতার দানে চট্টগ্রামের পাথরঘাটায় মালিক হয়েছেন বাড়ির। নিজের আয়ে ষোলশহরে বায়না করেছেন ৬ গন্ডা জমি। আর কক্সবাজারে কিনেছেন একটি ফ্ল্যাট।
নিজের দেয়া তথ্য অনুযায়ী চুমকির স্থাবর সম্পদ আছে ৩ কোটি ৬৬ লাখ টাকার। আর অস্থাবর সম্পদ দেখিয়েছেন ৫৬ লাখ ২৪ হাজার টাকার। সবমিলে তিনি ৪ কোটি ৪৪ লাখ টাকার মালিক। কিন্তু দুদকের অনুসন্ধানে এ হিসাবের ব্যাপক গোঁজামিল বেরিয়ে আসে। প্রতিষ্ঠানটির হিসাবে, চুমকি বৈধভাবে ৪৯ লাখ টাকার মালিক হবার কথা। বাকি প্রায় ৪ কোটি টাকাই অবৈধ সম্পদ।

টেকনাফের সাবেক ওসি প্রদীপের স্ত্রী চুমকির দেয়া সম্পদের তথ্য যাচাইয়ে ব্যাপক গড়মিল খুঁজে পায় দুদক। প্রমাণ মেলে প্রায় ৪ কোটি টাকার সম্পদই অবৈধভাবে অর্জিত। যার সবটারই নেপথ্যে প্রদীপ। তাই দুয়েকদিনের মধ্যেই মামলা করতে যাচ্ছে দুদক।
দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে, চুমকি সম্পদের পাহাড় গড়েছেন স্বামী প্রদীপের অবৈধ অর্থে। শুধু তাই নয়, স্ত্রীর সম্পদের বৈধতা পেতে শ্বশুরের নামে জমি নিয়ে বাড়ি বানিয়েছেন প্রদীপ। পরে তার স্ত্রীকে দানের নামে সাজানো হয় নাটক। বোনের জায়গা দখল করেও সাজায় কেনার অলিক গল্প। তার স্ত্রী কমিশন ও মৎস ব্যবসায়ী দাবি করলেও তা সঠিক নয় বলে প্রমাণ পায় দুদক।