রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন বৈষম্যমুক্ত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও এম আর পি বাস্তবায়ন চান ওষুধ ব্যবসায়ীরা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দখলবাজদের আইনের কাঠগড়ায় হাজির করা হবে কক্সবাজারে কোস্টের নারী নেটওয়ার্কিং কমিটির নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ বিশ্ব মানবিক দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা সাবেক সেনা কর্মকর্তা পরিচয়ে কক্সবাজারে আবাসিক হোটেল দখলের অভিযোগ

কক্সবাজার জেলার ৮৪জনসহ ‘পজেটিভ’ রিপোর্ট আরো ৯২ জনের

বার্তা কক্ষ / ২৮৯ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন

কক্সবাজার টাইমস২৪:

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে সোমবার (১জুন) ২৮৩জনের স্যাম্পল টেস্টের মধ্যে মোট ৯২জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। তারমধ্যে, কক্সবাজার জেলার ৮৪জন, রোহিঙ্গা শরনার্থী ৫জন, ভিন্ন জেলার ২জন এবং পুরাতন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর ফলোআপ টেস্টে ৪ জনের ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া গেছে। বাকী ১৮৭জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।

সোমবার নতুন ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ৯২জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৩৬জন, উখিয়া উপজেলায় ৭জন, টেকনাফ উপজেলায় ৪জন, রামু উপজেলায় ২২জন, পেকুয়া উপজেলায় ২জন ও চকরিয়া উপজেলায় ১৪জন। রোহিঙ্গা শরনার্থী ৫জন। এছাড়া চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় ১জন ও চান্দগাঁও থানার ১জন বাসিন্দা রয়েছে।

তাছাড়া, আগে থেকেই করোনা আক্রান্ত হওয়া ৪জন রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট একইদিন ‘পজেটিভ’ পাওয়া যায়।

এনিয়ে কক্সবাজার জেলায় আজ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৮০২ জন। যারমধ্যে ৩২জন রোহিঙ্গা শরনার্থীও রয়েছে।

কক্সবাজার জেলায় করোনা রোগী মৃত্যুবরণ করেছেন মোট ১৫জন।

এদিকে, এ পর্যন্ত কক্সবাজার সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ৩২১ জন। রামু উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪৮জন। চকরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৭৩জন। পেকুয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪১জন। মহেশখালী উপজেলায় আক্রান্ত হয়েছেন ৩২জন। কুতুবদিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ২জন। টেকনাফ উপজেলায় আক্রান্ত হয়েছেন ৩৬জন। উখিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ১০৮জন।
রোহিঙ্গা শরনার্থী আক্রান্ত হয়েছেন ৩২জন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মোট করোনা স্যাম্পল টেস্ট করা হয়েছে মোট ৭০৪০ জনের।