বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মোহাম্মদ তারেক জামিনে বেরিয়ে এসে মালুমঘাটে হত্যা মামলার আসামীদের হামলা লুটপাট কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন বৈষম্যমুক্ত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও এম আর পি বাস্তবায়ন চান ওষুধ ব্যবসায়ীরা

উখিয়ার চার ইউনিয়নে মানবিক সহায়তা প্রকল্প উদ্বোধন

বার্তা কক্ষ / ২৭৮ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
উখিয়া উপজেলার চারটি ইউনিয়ন পালংখালী, রত্নাপালং, হলদিয়াপালং এবং জালিয়াপালংয়ে স্থানীয়েদর জন্য বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক এর সার্বিক সহযোগিতায় দীর্ঘ মেয়াদী বিশেষ মানবিক সহযোগিতা প্রকল্প উদ্বোধন হয়েছে।
এ উপলক্ষ্যে স্বেচ্ছাসেবী সংস্থা হেল্প কক্সবাজার, জাগো নারী, পালস্ এবং শেড এর উদ্যোগে অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৪ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজামানের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী।
শুরুতে পালস্ এর অবৈতনিক নির্বাহী আবু মোরশেদ চৌধুরী স্বাগত বক্তব্যে সভার মূল উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত বর্র্ণনা করেন।
পরবর্তীতে প্রতিটি সংস্থা হেলপ কক্সবাজার, জাগো নারী, পালস্ এবং শেড নিজ নিজ কর্ম এলাকার মেয়াদ ভিত্তিক কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন।
সভায় উখিয়া প্রেস ক্লাব এর সভাপতি সরওয়ার আলম শাহীন, পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী, রত্নাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী, প্রেসক্লাবের সিনিয়র সদস্য নুর মোহাম্মদ সিকদার, ব্র্যাক প্রতিনিধি মাজহারুল ইসলাম, আবদুল মতিন, জাগো নারীর নির্বাহী পরিচালক শিউলি শর্মা, হেল্প কক্সবাজার এর নির্বাহী পরিচালক আবুল কাশেম বিষয় ভিত্তিক বক্তব্য ও মতামত ব্যক্ত করেন।
এছাড়া বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি, উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি অধিদপ্তর যেমন কৃষি, সমাজসেবা, মহিলা বিষয়ক, যুব উন্নয়ন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।