কক্সবাজার টাইমস২৪:
তীব্র শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন কক্সবাজার সদরের ইসলামপুরের ১ নং ওয়ার্ডের পূর্ববাঁশকাটা এলাকার বাসিন্দা বদিউল আলম আজাদ (৪৫)। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (২ জুন) ভোররাত ৪ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
একইদিন সকাল ১০ টায় মরহুমের নামাজে জানাজা শেষে কৈলাসঘোনা মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে।
বদিউল আলম আজাদ পূর্ববাঁশকাটা এলাকার মরহুম ফজলুল করিমের ছেলে। তিনি এক মেয়ে, এক ছেলের জনক। পরিবারের পাঁচ ভাই, দুই বোনের মধ্যে তিনি ছিলেন সর্বোচ্চ শিক্ষিত। ভদ্র, অমায়িক, সাদাসিধা ছেলে হিসেবে এলাকায় পরিচিতি রয়েছে তার।
এপেক্স ফার্মা নামের একটি ওষুধ কোম্পানিতে চাকুরি করতেন বদিউল আলম।
তিনি ফুলছড়ি ইসলামিয়া আদর্শ দাখিল মাদরাসার ১৯৯৩ ব্যাচের মেধাবী ছাত্র। পড়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা অনার্সে।
মৃত্যুর খবরটি জানিয়েছেন বদিউল আলম আজাদের বাল্যবন্ধু ও ক্লাসফ্রেন্ড ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) মিজানুর রহমান।
পরিবারের বরাত দিয়ে তিনি জানান, বদিউল আলম আজাদের কয়েকদিন আগে সামান্য জ্বর হয়েছিল। এরপর শ্বাসকষ্ট দেখা দিলে সোমবার রাতে জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রেফার দিলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ছোট ভাই নুরুল আলম সারাক্ষণ সঙ্গে ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালেই ভোরে মারা যান।
এদিকে, বাল্যবন্ধু ও ক্লাসফ্রেন্ড বদিউল আলম আজাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তা মিজানুর রহমান।
শোক জানিয়েছেন ইসলামপুরের নতুন অফিস এলাকার বাসিন্দা সাংবাদিক ইমাম খাইর।
তারা মরহুমের আত্মার মাগফেরাত, শোকাহত স্বজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।