বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ন
মোঃ ওসমান গনিঃ
রামুর বাইপাস এলাকা থেকে ১ হাজার ইয়াবাসহ মোঃ ইউনুস প্রকাশ ময়না (৩৩) নামে এক যুবক আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সে ফতেখাঁরকুল ইউনিয়ন ৪নং ওয়ার্ডের মন্ডলপাড়ার মোঃ আবুল কাশেমের ছেলে।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে বাইপাস মোড়স্থ হোটেল সিটি স্টে-হাউসের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক জীবন বড়ুয়া।
এ ঘটনায় তিনি বাদী হয়ে রামু থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।