শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়ায় ১৫ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে নির্মত হচ্ছে সাবেক বন কর্মকর্তা মরহুম মোখতার আহমদ সড়ক। যে সড়কটির দীর্ঘ হবে ১২০০ মিটার।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে সড়কটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব কক্সবাজারের কৃতি সন্তান হেলালুদ্দীন আহমদ।
বিশ্ব ব্যাংকের সহযোগিতায় কক্সবাজার পৌরসভার কতৃক বাস্তবায়নাধিন গুরুত্বপূর্ণ এ সড়কটি টেকসই আরসিসি ঢালাই দিয়ে নির্মিত হলে এলাকার হাজারো মানুষের যাতায়তের সুযোগ সৃষ্টি হবে।
মহতি উদ্যোগের জন্য মেয়র মুজিবুর রহমানসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এলাকাবাসী।
কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুল আলম জানান, ১৫ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১২০০ মিটার দীর্ঘ মরহুম মোখতার আহমদ সড়ক ছাড়াও পুরাতন সাইমন রোডসহ এই প্যাকেজের কাজ আগামী ৭ মাসের মধ্যে শেষ হবে। এ জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।
ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কাউন্সিলর রাজ বিহারী দাশ, সালাউদ্দিন সেতু, সাহাব উদ্দিন সিকদার, ইয়াছমিন আকতার, জাহেদা আকতার, পৌরসভার সচিব রাসেল চৌধুরী, পৌরসভার সহকারী প্রকৌশলী সিরাজুল কালাম বাবুল, উপ-সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার টিটন দাশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।