শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মোহাম্মদ তারেক জামিনে বেরিয়ে এসে মালুমঘাটে হত্যা মামলার আসামীদের হামলা লুটপাট কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন বৈষম্যমুক্ত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও এম আর পি বাস্তবায়ন চান ওষুধ ব্যবসায়ীরা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দখলবাজদের আইনের কাঠগড়ায় হাজির করা হবে কক্সবাজারে কোস্টের নারী নেটওয়ার্কিং কমিটির নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ

দুই টাকায় শিক্ষা ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি

বার্তা কক্ষ / ২৬২ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৩ পূর্বাহ্ন

সংবাদদাতাঃ
‘দেশের বায়ু,দেশের মাটি,গাছ লাগিয়ে করব খাঁটি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের উখিয়াতে বৃক্ষরোপন কর্মসূচি-২০২০ পালন করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে মানবতার কল্যানে অগ্রসরমান ভিন্নধর্মী মানবিক সংগঠন ‘দুই টাকায় শিক্ষা’ ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
উখিয়া কোর্টবাজারের শহীদ এ.টি.এম জাফর আলম ডায়াবেটিক এন্ড কমিউনিটি হাসপাতাল রাস্তার দুই পাশে ও শহীদ এ.টি.এম জাফর আলম স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে ৩০০টি বিভিন্ন প্রজাতির গাছ রোপন করে ফাউন্ডেশনটি।
গাছের চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম।
এসময় উপস্থিত ছিলেন- উখিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্যাংক এশিয়া লিমিটেড মাতারবাড়ি শাখার ব্রাঞ্চ ইনচার্জ মুহাম্মদ জামাল উদ্দিন, সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ আমিন উল্লাহ ও মোহাম্মদ শাহ আলম। এছাড়াও ‘দুই টাকায় শিক্ষা’ ফাউন্ডেশন’ এর সভাপতি খাইরুল আমিন,সাধারন সম্পাদক মোহাম্মদ রবিউল্লাহসহ ফাউন্ডেশনের একঝাঁক অগ্রগামী তরুণ উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের সভাপতি খাইরুল আমিন জানান, ‘দেশে বায়ুদূষণ বিরাজমান। ক্ষুদ্র ক্ষুদ্র বৃক্ষরোপনের মাধ্যমে সারা দেশে সবুজ বেষ্টনী গড়ে তুলতে পারলে দূষণ থেকে মুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে।
তাছাড়া বৃক্ষরোপণের আর্থিক উপযোগিতাও রয়েছে। সুন্দর ও নিরাপদ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে, দূষণমুক্ত সমাজ গড়ে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচি
গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে জানান তিনি।’
ককসবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজারের রুমখাঁ মাতবর পাড়া ও রুমখাঁ বাজার পাড়া গ্রামের সুশিক্ষিত একঝাঁক মানবতাবাদী তরুণের সমন্বয়ে ফাউন্ডেশনটির যাত্রা শুরু হয়। হত দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহী করা,শিক্ষার হার বৃদ্ধি, শিক্ষা ক্ষেত্রে সহায়তা,আর্থিক অভাবে ঝড়ে পড়া শিশুদের নিয়ে ‘দুই টাকায় শিক্ষা’ ফাউন্ডেশন কর্তৃক স্কুল প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে ফাউন্ডেশনটির অগ্রযাত্রা। এমনকি বিভিন্ন ক্ষেত্রেও দরিদ্র পরিবারে মানবিক সহায়তা প্রদান করার জন্য সদা-প্রস্তুত ফাউন্ডেশনটি।
গেল কোরবানির ঈদে গরীব, অসহায় ও কোরবানি করার সামর্থ নেই এমন ৪১ টি পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করে ফাউন্ডেশনটি।