রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন বৈষম্যমুক্ত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও এম আর পি বাস্তবায়ন চান ওষুধ ব্যবসায়ীরা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দখলবাজদের আইনের কাঠগড়ায় হাজির করা হবে কক্সবাজারে কোস্টের নারী নেটওয়ার্কিং কমিটির নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ বিশ্ব মানবিক দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা সাবেক সেনা কর্মকর্তা পরিচয়ে কক্সবাজারে আবাসিক হোটেল দখলের অভিযোগ

বৌদ্ধ সুরক্ষা পরিষদ টেকনাফ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন

বার্তা কক্ষ / ২৯২ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩২ পূর্বাহ্ন

প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ টেকনাফ উপজেলা শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সম্মেলনে টেকনাফ উপজেলার আমতলী, কাটাখালী, শিলখালী, হারাংখালী, হরিখোলা, লাতুরীখোলা, জোয়ারীখোলা, পুটিবিলা, লম্বাঘোনা, দৈংগ্যকাটা, চৌধুরীপাড়া, টেকনাফ সদর, হ্নীলাসহ টেকনাফ উপজেলার সকল বৌদ্ধপল্লীসমূহ থেকে প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলার শাখার সভাপতি বাবু মনি স্বপন চাকমা। সাধারণ সম্পাদক প্রভাত আলো চাকমার সজ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন বৌদ্ধপল্লী থেকে আগত প্রতিনিধি বৃন্দ বক্তব্য রাখেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবু বিপক বড়ুয়া বিটু, অর্থ সম্পাদক বাবু রাজু বড়ুয়া, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বাবু আশীষ বড়ুয়া, রামু উপজেলা শাখার সভাপতি বাবু রিটন বড়ুয়া (এমইউপি)।

প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু বিগত (২০১৮-২০২০) কমিটির সকল কর্মকর্তা এবং সদস্য বৃন্দদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি উপস্থিত সকল প্রতিনিধিদের উদ্দেশ্যে নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যের শেষের দিকে কেন্দ্রীয় সভাপতি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ টেকনাফ উপজেলা শাখার পুরানো কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশন কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি এমইউপি বাবুধন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অধিবেশনে জেলা-উপজেলার অনেকে বক্তব্য রাখেন।

দ্বিতীয় অধিবেশনের শেষের দিকে কেন্দ্রীয় পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু উপস্থিত হাউজের মতামতের ভিত্তিতে বাবু মনিস্বপন চাকমাকে সভাপতি এবং বাবু প্রভাত আলো চাকমাকে সাধারণ সম্পাদক মনোনীত করে নতুন কমিটি ঘোষনা করেন।