মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন
কক্সবাজার টাইমস২৪ ডেস্ক:
বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক ও কথা সাহিত্যিক রাহাত খান মারা গেছেন।
তাঁর পরিবার জানিয়েছে, ৮০ বছর বয়স্ক মি: খান বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তিনি ঢাকায় তাঁর ইস্কাটনের বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
একুশে পদকপ্রাপ্ত এই সাংবাদিক এবং লেখকের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।
রাহাত খান বাংলা দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক থেকে অবসর নিয়েছিলেন কয়েক বছর আগে।
এরপর তিনি সরকারি সংবাদ সংস্থা বাসস-এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন।
তিনি ৬০-এর দশকে কর্মজীবনে প্রবেশ করেছিলেন শিক্ষক হিসাবে। সে সময় তিনি জগন্নাথ কলেজে শিক্ষকতা করেছেন। পরে তিনি ১৯৬৯ সালে দৈনিক সংবাদের মাধ্যমে সাংবাদিকতায় এসেছেন।
তবে কথা সাহিত্যিক হিসাবে তার পরিচিতি বা যশ অনেক বেশি।
রাহাত খান ছোট গল্প এবং সাহিত্যের এই দুই শাখায় অবদান রেখেছেন।
১৯৭২ সালে অনিশ্চিত লোকালয় নামে তার প্রথম গল্পগ্রন্থ প্রকাশ হয়।
তাঁর লেখা এক প্রিয় দর্শিনী, মন্ত্রীসভার পতন, হে শূণ্যতা উল্লেখযোগ্য উপন্যাস।
তিনি সাহিত্য নিয়েই বাংলা একেডেমি পুরস্কার এবং একুশ পদক পেয়েছেন।
এই রাহাত খানের নামেই তাঁর বন্ধু আরেকজন লেখক কাজী আনোয়ার হোসেন মাসুদ রানা সিরিজে একটি চরিত্র তৈরি করেছিলেন।