শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন

লাইসেন্স পরিদর্শক নুরুল হকের পিতার মৃত্যুতে মেয়র মুজিবসহ পৌর পরিষদের শোক

বার্তা কক্ষ / ২৩৫ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার পৌরসভার লাইসেন্স পরিদর্শক (চলতি দায়িত্ব) নুরুল হকের পিতা মমতাজ আহাম্মদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেয়র মুজিবুর রহমান।
এছাড়া পৌর পরিষদের সকল কাউন্সিলর এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরাও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। শনিবার পৌরসভার জনসংযোগ কর্মকর্তা প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে অপর এক বিবৃতিতে কক্সবাজার পৌরসভা সার্ভিস এসোসিয়েশন এর সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ রাজন নুরুল হকের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেন।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।
শনিবার বাদে যোহর নামাজে জানাজা শেষে বাহারছড়াসস্থ কবরস্থানে তাকে সমাহিত করা হয়।