বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৬ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস২৪:
কক্সবাজার সদরের খুরুশকুলের ১ নং ওয়ার্ডের তেতৈয়া সওদাগর পাড়া থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩০ আগস্ট) ভোর ৬টার দিকে রাস্তার পাশে পড়ে থাকা অবস্থা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
তার মুখ ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। দেহের সাইজ মোটা।
পরনে লুঙ্গি, হলুদ চেকের হাফহাতা শার্ট ও মুখে দাড়ি আছে। বয়স অনুমান ৪৫ বছর।
স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে নিয়ে গেছে।
সকাল ১১টায় রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের পরিচয় মেলে নি।
স্থানীয় ওয়ার্ডের মেম্বার শেখ কামাল লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
তবে, তিনি পরিচয় সংক্রান্ত কোন কিছু জানাতে পারেন নি।
স্থানীয়দের ধারণা, কেউ তাকে ধরে নিয়ে খুন করেছে।
এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানান সদর মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আরিফ উল্লাহ।