সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন
সোয়েব সাঈদ:
ক্রেতা সেজে দোকানের ক্যাশ বাক্স থেকে ৫০ হাজার টাকা চুরি করেছে সংঘবদ্ধ চক্র। আজ সোমবার (৩১ আগস্ট) সকাল ১১ টায় রামু উপজেলার চৌমুহনী স্টেশনস্থ মেসার্স হোসাইন ক্রোকারীজে এ চুরির ঘটনা ঘটে।
দোকান মালিক মোমেনুর রহমান মোমেন জানিয়েছেন-তিনি দোকানে বসে মালামাল ক্রয়ের জন্য টাকা গুনে ক্যাশবাক্সে রাখছিলেন। এসময় মুখে মাস্ক পরা ৩ যুবক দোকানে এসে বিভিন্ন মালামালের মূল্য জানতে শুরু করে।
এরই ফাঁকে এক যুবক কৌশলে ক্যাশবাক্স থেকে ৫০ হাজার টাকার বান্ডিল নিয়ে ফেলে। টাকা নেয়ার পর মুহুর্তেই চক্রটি দোকান ত্যাগ করে। প্রতারকরা চলে যাওয়ার পর তিনি দেখতে পান ক্যাশবাক্সে ৫০ হাজার টাকার বান্ডিলটি উধাও।
তাৎক্ষনিক দোকানের সিসি ক্যামেরায় ৩ যুবকের কৌশলে টাকা চুরির দৃশ্য দেখতে পান। পরে চৌমুহনী সহ আশপাশে প্রতারকদের খোঁজাখুজি করে কাউকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেবেন বলেও জানান-দোকান মালিক মোমেনুর রহমান। তিনি আরো জানান-জড়িত চোরদের সন্ধানদাতাকে পুরস্কৃত করবেন তিনি।