শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৫:৩৯ অপরাহ্ন
কক্সবাজার টাইমস২৪ঃ
উখিয়া উপজেলার হলদিয়াপালং এলাকা থেকে ৬০ হাজার ইয়াবাসহ আব্দুল গফুর (১৯) নামক এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৭ টার দিকে হলদিয়া পালংয়ের পালং গ্রামের বাগঘোনা মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
আটক আব্দুল গফুর পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা ইউনিয়নের বাগঘোনা পাড়ার মৃত আনোয়ার ইসলামের ছেলে। র্যাবের দাবি, তিনি মাদক কারবারি।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে উখিয়া উপজেলার হলদিয়া পালংয়ের পালং গ্রামের বাগঘোনা মার্কেটের পূর্ব পার্শ্বের অবস্থান নেয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে একটি ব্যাগসহ আব্দুল গফুরকে আটক করে। পরে ব্যাগটি তল্লাশী করলে ৬০ হাজার ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।