সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

ইসলামপুরের সাবেক চেয়ারম্যান পুত্রসহ ৩ জনকে ইয়াবা নিয়ে আটক করলো র‌্যাব

বার্তা কক্ষ / ৩৯১ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনজুর আলমের ছেলে মিনহাজুল আবেদীন ফাহিমসহ আরো ২ জনকে আটক করেছে র‌্যাব।

এ সময় তাদের দেহে তল্লাশী করে ৪৬৬০ টি ইয়াবা পাওয়া যায় বলে র‌্যাব জানিয়েছে।

মঙ্গলবার (২ জুন) বেলা দেড়টার দিকে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের বরইতলী ক্যাম্পের সামনে থেকে আটক করা হয়েছে।

র‌্যাবের দাবী- ট্রাকযোগে মাদক পাচারের সংবাদের ভিত্তিতে টেকনাফ বরইতলী র‌্যাব ক্যাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশী করে র‌্যাব-১৫ এর একটি চৌকষ দল। এ সময় কয়েকজন গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তখন ধাওয়া করে কক্সবাজার সদরের ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলমের পুত্র মিনহাজুল আবেদীন ফাহিম (২০), দিনাজপুরের খানসামা থানার চক্কানচরের মোঃ আমজাদ হোছনের পুত্র ট্রাক চালক মনোয়ার হোছন (৩২) এবং চট্টগ্রাম মীরসরাই উত্তর সোনা পাহাড়ের মৃত আনোয়ার হোছনের পুত্র নুর আলম (৪৯) কে আটক করে।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত ব্যক্তিসহ উদ্ধারকৃত মাদক টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।