রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন বৈষম্যমুক্ত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও এম আর পি বাস্তবায়ন চান ওষুধ ব্যবসায়ীরা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দখলবাজদের আইনের কাঠগড়ায় হাজির করা হবে কক্সবাজারে কোস্টের নারী নেটওয়ার্কিং কমিটির নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ বিশ্ব মানবিক দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা সাবেক সেনা কর্মকর্তা পরিচয়ে কক্সবাজারে আবাসিক হোটেল দখলের অভিযোগ

নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন ২৫,২০০ ইয়াবা উদ্ধার

বার্তা কক্ষ / ২৫২ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন

মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ
পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২৫,২০০ ইয়াবা, একটি একনলা বন্দুক ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে বিজিবি। তবে, ঘটনায় জড়িত কাউকে তারা আটক করতে পারে নি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে ঘুমধুম ইউপির দক্ষিণ রেজুআমতলী এলাকায় অভিযানটি চালানো হয় বলে জানান ৩৪ ব্যাটালিয়ন (বিজিবি)র উপ-অধিনায়ক মোঃ তাজমিলুর ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী ঘুমধুম ইউপির দক্ষিণ রেজুআমতলী মসজিদের পার্শ্বে অবস্থান নেয় বিজিবির সদস্যরা।

এসময় মাদক কারবারিরা বিজিবির উপস্থিতির টের পেয়ে একটি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যায়।

পরে ব্যাগ তল্লাশী করে ২৫২০০ পিস ইয়াবা, একটি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

ইয়াবার আনুমানিক মূল্য ৭৫ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।