বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫১ অপরাহ্ন
চট্টগ্রাম সংবাদদাতাঃ
চট্টগ্রামে জীবিত ব্যক্তিকে ‘বন্দুকযুদ্ধে’ মৃত দেখিয়ে মামলা থেকে বাদ দেয়ার অভিযোগে খুলশী থানার এসআই দীপংকর চন্দ্র রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সিএমপি কমিশনার মাহবুবর রহমান তাকে বরখাস্তের নির্দেশ দেন।
এই ঘটনা তদন্তের জন্য নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনারকে নির্দেশ দেয়া হয়েছে।
২০১৮ সালের ১ অক্টোবর বায়েজিদ থানার আমিন জুট মিল এলাকায় আসামি মো. জয়নালসহ বেশ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে শাহ আলম ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এই ঘটনায় শাহ আলম বাদি হয়ে ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন।
কিন্তু জয়নালকে মামলা থেকে অব্যাহতি দিয়ে গত ডিসেম্বরে অভিযোগপত্র দেন বরখাস্ত হওয়া এসআই দীপংকর। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হন জয়নাল। দীপংকর ওই সময় বায়েজিদ থানায় কর্মরত ছিলেন।