রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন বৈষম্যমুক্ত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও এম আর পি বাস্তবায়ন চান ওষুধ ব্যবসায়ীরা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দখলবাজদের আইনের কাঠগড়ায় হাজির করা হবে কক্সবাজারে কোস্টের নারী নেটওয়ার্কিং কমিটির নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ বিশ্ব মানবিক দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা সাবেক সেনা কর্মকর্তা পরিচয়ে কক্সবাজারে আবাসিক হোটেল দখলের অভিযোগ

সাব-সাহারা অঞ্চলে ক্ষুধায় ৬৭ হাজার শিশুর মৃত্যু, সতর্কবার্তা

বার্তা কক্ষ / ৩৮৭ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন

ডেস্ক নিউজ:
আফ্রিকার সাব-সাহারা অঞ্চলে ক্ষুধায় ৬৭ হাজার শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে জরুরি পদক্ষেপ না নেয়া হলে সাব-সাহারা অঞ্চলে প্রতিদিন গড়ে ৪২৬ শিশু মৃত্যু ঝুঁকিতে রয়েছে বলে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জানিয়েছে সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক জার্নাল দ্য ল্যানসেট।

প্রতিবেদনে আরও উঠে এসেছে, খাদ্য নিরাপত্তাহীনতা চলতি বছর আফ্রিকা মহাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা, পঙ্গপাল থেকে শুরু করে খাদ্য সংকটের ফলে বহু বাস্তুচ্যুতের ঘটনা ঘটেছে। আর এর বড় একটা ধাক্কা লেগেছে শিশুদের ওপর।

এ বিষয়ে সেভ দ্য চিলড্রেন বলছে, কোভিড ঊনিশের কারণে অর্থনীতি এবং স্বাভাবিক জীবনযাত্রা অনেকটাই পঙ্গু হয়ে পড়েছে, যার কারণে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।

সাব-সাহারা অঞ্চলে মহামারি করোনার কারণে দারিদ্র্যতার হারও বেড়ে গেছে। ২০৩০ সালের মধ্যে আফ্রিকাজুড়ে আনুমানিক ৪৩৩ মিলিয়ন মানুষ অপুষ্ট হবেন- এমন সতর্কবার্তা দেয় সেভ দ্য চিলড্রেন।

এ বিষয়ে সেভ দ্য চিলড্রেনের এক কর্মকর্তা ইয়ান ভ্যালে বলেন, ‘আমরা দেখছি শিশুরা নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে আমাদের ক্লিনিকে আসছে। আমরা জানি, এটার মাত্র শুরু। পর্যায়ক্রমে এ হার আরও বাড়বে।’

তিনি আরও বলেন, ‘আমরা যদি সামনের দিনের জন্য অপেক্ষায় থাকতে হয়, তবে সেটি ভুল হবে। খাদ্য সংকটের কারণে লাখ লাখ শিশু মৃত্যুর দিকে নিয়ে যাবে। এ মৃত্যু ঠেকাতে হলে ত্রাণ সহায়তার কোনো বিকল্প নেই।’

আফ্রিকা মহাদেশে যুদ্ধ, দুর্ভিক্ষ, জাতিগত সহিংসতাসহ নানা কারণে সংকট লেগেই থাকে।