বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস২৪:
কক্সবাজারের উখিয়া রত্নাপালংয়ের থিমছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারিওয়ালের টেন্ডারে দুর্নীতির অভিযোগ ওঠেছে। যথা নিয়মে টেন্ডার ড্রপ ও সর্বনিম্ন দরদাতাকে কাজ না দিয়ে বেশি দরদাতাকে টেন্ডার পাইয়ে দেয়ার সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে ২ লক্ষ ১০ হাজার টাকা। অনিয়মের অভিযোগে সেই টেন্ডার বাতিলের দাবি করা হচ্ছে।
সুত্র জানায়, থিমছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রুহুল্লারডেবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারিওয়ালের জন্য টেন্ডার আহবান করা হয়। যা গত ২২ আগস্ট উন্মুক্ত করা হয়। এতে দেখা যায়, ১২% কমে দর দেন প্রতিষ্ঠান সাফা-ই সাবেরিন কনস্ট্রাকশন। পাঁচ বছরের মেয়াদে ১ কোটি ২ লক্ষ টার্ণওভার চাহিদার স্থলে ১ কোটি ১৩ লক্ষ টাকা জমা করেছে। তবু বেশি দরদাতা দ্বিতীয় স্থানের প্রতিষ্ঠান সিটি এন্টার প্রাইজকে থিমছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজটি দিয়ে দেয়া হয়েছে। তাতে সরকারের অন্তত ২ লক্ষ ১০ হাজার টাকা রাজস্ব ক্ষতি হয়েছে।
পিপিই (পাবলিক প্রকিউরম্যান্ট রোল) অনুযায়ী দুই টেন্ডারই সাফা-ই সাবেরিন পাওয়ার কথা, এমনটি দাবি প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারি মফিজুর রহমান মুফিজের।
তিনি জানান, ১২% কমে দরদাতা হয়েও অনৈতিক লেনদেন করে তাকে কাজটি দেন নি উপজেলা প্রকৌশলী। তাতে সরকারের যেমন রাজস্ব ক্ষতি হয়েছে তেমনি দুর্নীতিবাজরা অনৈতিক কাজে উৎসাহিত হবে। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন মুফিজ।
তবে উপজেলা প্রকৌশলী রবিউল হাসানের দাবি, টেন্ডারে কোন ধরণের অনিয়ম করা হয়নি। দুইটি কাজের টার্ণওভার দরকার ২ কোটি ৫ লক্ষ টাকা। সাফা-ই সাবেরিন কনস্ট্রাকশন টার্ণওভার দিয়েছে ১ কোটি ৫ লক্ষ ১১ হাজার টাকা। তাই পরের ক্রমে থাকা প্রতিষ্ঠানকে কাজটি দেয়া হয়েছে।