রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

স্কুলের বাউন্ডারি ওয়ালের টেন্ডারে দুর্নীতি!

বার্তা কক্ষ / ৩২৮ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

কক্সবাজার টাইমস২৪:
কক্সবাজারের উখিয়া রত্নাপালংয়ের থিমছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারিওয়ালের টেন্ডারে দুর্নীতির অভিযোগ ওঠেছে। যথা নিয়মে টেন্ডার ড্রপ ও সর্বনিম্ন দরদাতাকে কাজ না দিয়ে বেশি দরদাতাকে টেন্ডার পাইয়ে দেয়ার সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে ২ লক্ষ ১০ হাজার টাকা। অনিয়মের অভিযোগে সেই টেন্ডার বাতিলের দাবি করা হচ্ছে।
সুত্র জানায়, থিমছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রুহুল্লারডেবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারিওয়ালের জন্য টেন্ডার আহবান করা হয়। যা গত ২২ আগস্ট উন্মুক্ত করা হয়। এতে দেখা যায়, ১২% কমে দর দেন প্রতিষ্ঠান সাফা-ই সাবেরিন কনস্ট্রাকশন। পাঁচ বছরের মেয়াদে ১ কোটি ২ লক্ষ টার্ণওভার চাহিদার স্থলে ১ কোটি ১৩ লক্ষ টাকা জমা করেছে। তবু বেশি দরদাতা দ্বিতীয় স্থানের প্রতিষ্ঠান সিটি এন্টার প্রাইজকে থিমছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজটি দিয়ে দেয়া হয়েছে। তাতে সরকারের অন্তত ২ লক্ষ ১০ হাজার টাকা রাজস্ব ক্ষতি হয়েছে।
পিপিই (পাবলিক প্রকিউরম্যান্ট রোল) অনুযায়ী দুই টেন্ডারই সাফা-ই সাবেরিন পাওয়ার কথা, এমনটি দাবি প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারি মফিজুর রহমান মুফিজের।
তিনি জানান, ১২% কমে দরদাতা হয়েও অনৈতিক লেনদেন করে তাকে কাজটি দেন নি উপজেলা প্রকৌশলী। তাতে সরকারের যেমন রাজস্ব ক্ষতি হয়েছে তেমনি দুর্নীতিবাজরা অনৈতিক কাজে উৎসাহিত হবে। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন মুফিজ।
তবে উপজেলা প্রকৌশলী রবিউল হাসানের দাবি, টেন্ডারে কোন ধরণের অনিয়ম করা হয়নি। দুইটি কাজের টার্ণওভার দরকার ২ কোটি ৫ লক্ষ টাকা। সাফা-ই সাবেরিন কনস্ট্রাকশন টার্ণওভার দিয়েছে ১ কোটি ৫ লক্ষ ১১ হাজার টাকা। তাই পরের ক্রমে থাকা প্রতিষ্ঠানকে কাজটি দেয়া হয়েছে।