শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মোহাম্মদ তারেক জামিনে বেরিয়ে এসে মালুমঘাটে হত্যা মামলার আসামীদের হামলা লুটপাট কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন বৈষম্যমুক্ত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও এম আর পি বাস্তবায়ন চান ওষুধ ব্যবসায়ীরা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দখলবাজদের আইনের কাঠগড়ায় হাজির করা হবে কক্সবাজারে কোস্টের নারী নেটওয়ার্কিং কমিটির নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ

পিএম দপ্তর থেকে ছাড় পাওয়ার ১৫ দিনের মধ্যেই সড়কের কাজ শুরু -কউক চেয়ারম্যান

বার্তা কক্ষ / ২৩০ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০২ পূর্বাহ্ন

কক্সবাজার টাইমস২৪:
কক্সবাজার শহরের প্রধান সড়ক চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। কিছুদূর পরপর শুধু গর্ত আর গর্ত। ছোট গর্ত থেকে আত্মরক্ষা করতে চেয়ে পড়ে যায় বড় গর্তে। চিত্রটি দীর্ঘদিনের।
বিশেষ করে বর্ষাকালে মারাত্মক দুর্ভোগ পোহাতে হয় শহরের সড়ক হয়ে চলাচলকারীদের। ঘটে দুর্ঘটনা। গর্তে পড়ে উল্টে যায় যানবাহন। ক্ষয়ক্ষতি হচ্ছে যানবাহনের।
এ প্রসঙ্গে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্নেল (অব.) ফোরকান আহমদের নিকট জানতে চাইলে বলেন, সড়কের উন্নয়নের ফাইল সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছেছে। সেখানকার ছাড় পাওয়ার ১৫ দিনের মধ্যেই কাজ শুরু হবে।
এদিকে, কিছুট হলেও জনদুর্ভোগ কমাতে উদ্যোগ নিয়েছে কউক। ইতোমধ্যে হলিডে মোড় থেকে বাজারঘাটা হয়ে কেন্দ্রীয় বাসস্টেশন পর্যন্ত সড়কের যেখানে খুব বেশি জরাজীর্ণ অবস্থা সেখানে সংস্কার করা হয়েছে। এতেকরে কিছুটা হলেও স্বস্তি মিলেছে।
আপাততঃ দুর্ভোগ বিবেচনায় অস্থায়ী ভিত্তিতে হলেও সড়কের সংস্কার করায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্নেল (অব.) ফোরকান আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে শহরবাসী।