শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার সদরের খুরুশকুলের সাবেক মেম্বার বিএনপি নেতা মোক্তার আহম্মেদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
একই দিন বিকাল ৫ টায় ডেইলপাড়া মাঠে মরহুমের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
মরহুম মোক্তার আহম্মেদ মেম্বার ৩ ছেলে ও ৪ মেয়ের জনক।
জানাজাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, সাবেক পিপি মমতাজ আহমেদ, সমাজসেবক জাহাঙ্গীর কাশেম, খুরুশকুলের চেয়ারম্যান জসিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান আব্দুল মাবুদ, আমানুল হক আমান, মাস্টার আব্দুর রহিম, মেম্বার ফয়েজ উল্লাহ, মরহুমের পুত্র এডভোকেট জাহাঙ্গীর।
নামাজে জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি নেতা লুৎফুর রহমান কাজল বলেন, মরহুম মোক্তার আহম্মেদ মেম্বার বিএনপি এক নিবেদিত প্রান ছিলেন। তিনি দলমতের উর্ধ্বে থেকে স্থানীয়ভাবে ন্যায় নীতির কারণে সকলের প্রিয় মানুষ ছিলেন।