বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন
এম.মনছুর আলম, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় ডুলাহাজারা ইউনিয়নে বিশিষ্ট ঠিকাদার ও সমাজ সেবক হাসানুল ইসলাম আদর প্রদত্ত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৪সেপ্টম্বর) বিকালে উপজেলার ডুলাহাজারা স্টেডিয়ামের মাঠে ড্রীম ক্রিকেট একাডেমির আয়োজনে হাসানুল ইসলাম আদর প্রদত্ত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান। ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উদ্বোধক ছিলেন বিশিষ্ট ঠিকাদার ও ডুলাহাজারা ইউনিয়নের তরুণ সমাজ সেবক হাসানুল ইসলাম আদর, এতে বিশেষ অতিথি ছিলেন ডুলাহাজারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, ডুলাহাজারা ইউপি সদস্য মো.সোলাইমান, ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক মো.আনাচ প্রমুখ।
উল্লেখ্য, ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় দুই দলের মধ্যে মুখোমুখি হয়েছে স্থানীয় গ্রীণ ক্রিকেট একাডেমি ও ডুলাহাজারা ক্রিকেট ক্লাব। উক্ত খেলায় গ্রীণ ক্রিকেট একাডেমিকে হারিয়ে ডুলাহাজারা ক্রিকেট ক্লাব বিজয় লাভ করেন। পরে খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ও অতিথিবৃন্দরা খেলায় বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।