বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন

শিরোনাম :
ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মোহাম্মদ তারেক জামিনে বেরিয়ে এসে মালুমঘাটে হত্যা মামলার আসামীদের হামলা লুটপাট কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন বৈষম্যমুক্ত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও এম আর পি বাস্তবায়ন চান ওষুধ ব্যবসায়ীরা

ডুলাহাজারা হাসানুল ইসলাম আদর ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

বার্তা কক্ষ / ৪৫৮ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন

এম.মনছুর আলম, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় ডুলাহাজারা ইউনিয়নে বিশিষ্ট ঠিকাদার ও সমাজ সেবক হাসানুল ইসলাম আদর প্রদত্ত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৪সেপ্টম্বর) বিকালে উপজেলার ডুলাহাজারা স্টেডিয়ামের মাঠে ড্রীম ক্রিকেট একাডেমির আয়োজনে হাসানুল ইসলাম আদর প্রদত্ত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান। ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উদ্বোধক ছিলেন বিশিষ্ট ঠিকাদার ও ডুলাহাজারা ইউনিয়নের তরুণ সমাজ সেবক হাসানুল ইসলাম আদর, এতে বিশেষ অতিথি ছিলেন ডুলাহাজারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, ডুলাহাজারা ইউপি সদস্য মো.সোলাইমান, ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক মো.আনাচ প্রমুখ।
উল্লেখ্য, ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় দুই দলের মধ্যে মুখোমুখি হয়েছে স্থানীয় গ্রীণ ক্রিকেট একাডেমি ও ডুলাহাজারা ক্রিকেট ক্লাব। উক্ত খেলায় গ্রীণ ক্রিকেট একাডেমিকে হারিয়ে ডুলাহাজারা ক্রিকেট ক্লাব বিজয় লাভ করেন। পরে খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ও অতিথিবৃন্দরা খেলায় বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।