রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন
আতিকুর রহমান মানিক:
কক্সবাজার সদরের ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের ফলে লক্ষাধিক টাকার মাছ মরে ভেসে উঠেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়ায় এ ঘটনা ঘটে। এতে চরম ক্ষতির শিকার হয়েছেন সংশ্লিষ্ট মৎস্য চাষী।
ক্ষতিগ্রস্ত আলমগীর চৌধুরী জানান, কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের কালিরছড়া ষ্টেশনের দক্ষিন পাশে নিজস্ব প্রজেক্টে মিশ্র পদ্ধতির মাছ চাষ করেন। গলদা চিংড়ি, কার্পজাতীয় মাছ, রেড তেলাপিয়া, কোরাল মাছ ও আরো অন্যান্য প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয় কয়েকমাস আগে।
নিয়মিত পরিচর্যা ও খাদ্য প্রয়োগের ফলে এসব মাছ আহরণযোগ্য হওয়ায় কয়েকদিনের মধ্যেই বাজারজাত করার কথা ছিল।
কিন্তু শনিবার সকাল থেকে অদুরবর্তী কালির ছড়া খালে শক্তিশালী ড্রেজার মেশিন বসিয়ে বলি উত্তোলন শুরু করে স্হানীয় একটি সিন্ডিকেট। এলাকাবাসী জানান, বলি উত্তোলনের পাইপ দিয়ে নির্গত ঘোলা ও পলিযুক্ত পানি প্রজেক্টের বাঁধ উপচে ভেতরে ঢুকলে কিছুক্ষনের মধ্যেই সব মাছ মরে ভেসে উঠে।
মারা যাওয়া বড় আকারের গলদা চিংড়ি, রেড তেলাপিয়া, কার্পজাতীয় মাছ ও কেরাল মাছের আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন স্হানীয়রা।