শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:০৭ অপরাহ্ন

শিরোনাম :
লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মোহাম্মদ তারেক

আলো হত্যার ৯ বছর: ধরা ছোঁয়ার বাইরে ইন্ধনদাতারা

বার্তা কক্ষ / ২৪৫ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:০৭ অপরাহ্ন

আমান উল্লাহ কবির, টেকনাফ:
টেকনাফের বর্বরোচিত, হৃদয় বিদারক ও জঘন্যতম হত্যাকান্ডের শিকার শহীদ আলী উল্লাহ আলোর নবম শাহাদত বার্ষিকী আজ।
২০১১ সালের ৭ সেপ্টেম্বর কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোঃ আবদুল্লাহর শিশুপুত্র আলী উল্লাহ আলোকে দুর্বৃত্তরা নিজ বাড়ীর কাচারী ঘরে নির্মমভাবে জবাই করে হত্যা করেছিল। এ হত্যাকান্ডের কয়েক বছর অতিবাহিত হলেও হত্যার মূল ইন্ধনদাতারা এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়েছে এবং হত্যাকারী সুমন কৌশলে জামিনে বেরিয়ে গেছে।
শহীদ আলোর পরিবার সুত্রে জানা গেছে, কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল, গরীব-দূঃস্থদের মাঝে খাবার বিতরনের আয়োজনসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে টেকনাফে শহীদ আলী উল্লাহ আলোর নবম শাহাদত বার্ষিকী পালিত হবে।
আজ ৭ সেপ্টেম্বর সকাল থেকে গোদারবিলস্থ আলোর পিতা এবং জেলা বিএনপির অর্থ সম্পাদক মোঃ আবদুল্লাহর বাড়ীতে এ আয়োজন করা হবে।
উল্লেখ্য, গত ২০১১ সনের ৭ সেপ্টেম্বর মোঃ আবদুল্লাহর শিশুপুত্র ও টেকনাফ বিজিবি স্কুলের ১ম শ্রেনীর ছাত্র আলী উল্লাহ আলোকে ভাড়াটিয়া খুনিরা তার নিজ বাড়ীর কাচারী ঘরে নির্মমভাবে জবাই করে হত্যা করেছিল। এ হত্যাকান্ডের কয়েক বছর অতিবাহিত হলেও হত্যার মূল ইন্দন দাতারা এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। এমনিক ওই অদৃশ্য শক্তি ও হত্যা পরিকল্পনাকারী গডফাদাররা কৌশলে মামলার আসামী সুমনকে জামিনে মুক্ত করে তাকেও হত্যার চেষ্টা করেছিল। আলোর নবম শাহাদাত বার্ষিকীতে জগন্যতম এই হত্যার বিচার দাবী করেছেন টেকনাফের সচেতন মহল।