সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তি
মিউনিসিপাল গভর্নেন্স এন্ড সার্ভিসেস প্রজেক্ট (এমজিএসপি) এর অধিনে কক্সবাজার পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক শেখ মুজাক্কা জাহের।
সোমবার সকাল থেকে মেয়র মুজিবুর রহমানকে সাথে নিয়ে দিনব্যাপী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে তিনি পরিদর্শনে যান।
এসময় কাজের গুনগতমান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন প্রকল্প পরিচালক।
পরিদর্শনকালে স্ব-স্ব ওয়ার্ডের কাউন্সিলর, পৌরসভার সচিব রাসেল চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ নুরুল আলম, সহকারী প্রকৌশলী সিরাজুল কালাম বাবুল, উপ-সহকারী প্রকৌশলী টিটন দাশ, মিউনিসিপাল ইঞ্জিনিয়ার শেখ ইয়াছিন হেলালসহ ঠিকাদারগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে এক সভায় আগামীতেও কক্সবাজার পৌরসভার উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য সবধরণের সহযোগিতার আশ্বাস দেন এমজিএসপি’র প্রকল্প পরিচালক।