বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মোহাম্মদ তারেক জামিনে বেরিয়ে এসে মালুমঘাটে হত্যা মামলার আসামীদের হামলা লুটপাট কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন বৈষম্যমুক্ত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও এম আর পি বাস্তবায়ন চান ওষুধ ব্যবসায়ীরা

সেন্টমার্টিনে ফিশিং ট্রলারের ধাক্কায় স্পিডবোটের দুই যাত্রী নিহত

বার্তা কক্ষ / ২৪৬ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন

কক্সবাজার টাইমস২৪:
টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে যাত্রীবাহী স্পিডবোট ও ফিশিং ট্রলারের মুখোমুখি সংর্ঘষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সুমাইয়া আক্তার (৬) নামের এক শিশু নিখোঁজ রয়েছে। এছাড়া মর্মান্তিক এই দুর্ঘটনায় ৫ যাত্রী আহত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে টেকনাফ পৌরসভার কায়ুকখালীপাড়া বিজিবি চেকপোষ্ট এলাকায় এ ঘটনা ঘটে।
এতে রশিদা বেগম (৬৫) নামের স্পিডবোটের যাত্রী ঘটনাস্থলে নিহত হন। তিনি সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নের পশ্চিমপাড়ার বাটু মিয়ার স্ত্রী। পরে হাসপাতালে নিয়ে গেলে মেহেরুন নেছা (৭৫) নামের আরেকজন মারা যান।তিনি একই এলাকার আব্দুল জলিলের স্ত্রী।
আহত মামুন, মোঃ আমিন, জাহারো বেগম, সোহেল ও মমতাজ বেগমকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তারা চিকিৎসাধীন। হতাহত সবাই সেন্টমার্টিন দ্বীপের বিভিন্ন গ্রামের বাসিন্দা। টেকনাফ থেকে দ্বীপে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন তারা।
স্পীডবোটে থাকা আহত যাত্রীরা জানান- টেকনাফ পৌরসভার কেকে ঘাট থেকে ৮ জন যাত্রী নিয়ে কাইছার নামে এক চালক সেন্টমার্টিন উদ্দেশ্যে রওয়ানা করে। রওয়ানার কিছুদূর পর বিজিবি চেকপোষ্ট পার হওয়ার পর পরই সামনে থাকা ফিশিং ট্রলারের সঙ্গে ধাক্কায় যাত্রীসহ স্পীডবোট উল্টে যায়।
আহতদের মধ্যে ৬ যাত্রী টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে একজন মারা যান। বাকি ৫ জনের চিকিৎসা চলছে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় এই রিপোর্ট লিখা পর্যন্ত নিখোঁজ সুমাইয়া উদ্ধার হয় নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ।