1. khaircox10@gmail.com : admin :
সেন্টমার্টিনে ফিশিং ট্রলারের ধাক্কায় স্পিডবোটের দুই যাত্রী নিহত - coxsbazartimes24.com
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৯ অপরাহ্ন

সেন্টমার্টিনে ফিশিং ট্রলারের ধাক্কায় স্পিডবোটের দুই যাত্রী নিহত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ১৮৯ বার ভিউ

কক্সবাজার টাইমস২৪:
টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে যাত্রীবাহী স্পিডবোট ও ফিশিং ট্রলারের মুখোমুখি সংর্ঘষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সুমাইয়া আক্তার (৬) নামের এক শিশু নিখোঁজ রয়েছে। এছাড়া মর্মান্তিক এই দুর্ঘটনায় ৫ যাত্রী আহত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে টেকনাফ পৌরসভার কায়ুকখালীপাড়া বিজিবি চেকপোষ্ট এলাকায় এ ঘটনা ঘটে।
এতে রশিদা বেগম (৬৫) নামের স্পিডবোটের যাত্রী ঘটনাস্থলে নিহত হন। তিনি সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নের পশ্চিমপাড়ার বাটু মিয়ার স্ত্রী। পরে হাসপাতালে নিয়ে গেলে মেহেরুন নেছা (৭৫) নামের আরেকজন মারা যান।তিনি একই এলাকার আব্দুল জলিলের স্ত্রী।
আহত মামুন, মোঃ আমিন, জাহারো বেগম, সোহেল ও মমতাজ বেগমকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তারা চিকিৎসাধীন। হতাহত সবাই সেন্টমার্টিন দ্বীপের বিভিন্ন গ্রামের বাসিন্দা। টেকনাফ থেকে দ্বীপে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন তারা।
স্পীডবোটে থাকা আহত যাত্রীরা জানান- টেকনাফ পৌরসভার কেকে ঘাট থেকে ৮ জন যাত্রী নিয়ে কাইছার নামে এক চালক সেন্টমার্টিন উদ্দেশ্যে রওয়ানা করে। রওয়ানার কিছুদূর পর বিজিবি চেকপোষ্ট পার হওয়ার পর পরই সামনে থাকা ফিশিং ট্রলারের সঙ্গে ধাক্কায় যাত্রীসহ স্পীডবোট উল্টে যায়।
আহতদের মধ্যে ৬ যাত্রী টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে একজন মারা যান। বাকি ৫ জনের চিকিৎসা চলছে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় এই রিপোর্ট লিখা পর্যন্ত নিখোঁজ সুমাইয়া উদ্ধার হয় নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ।

খবরটি সবার মাঝে শেয়ার করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের নিউজ দেখুন
© All rights reserved © 2020 coxsbazartimes24
Theme Customized By CoxsTech