শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৪৮ অপরাহ্ন
আতিকুর রহমান মানিক
কক্সবাজার শহর থেকে সহস্রাধিক পিস অবৈধ কারেন্টজাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৮ আগষ্ট) রাতে শহরের লালদীঘির পাড় সংলগ্ন প্রধান সড়ক থেকে এসব জাল জব্দ করা হয়।
মৎস্য অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) তারাপদ চৌহান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার শামলাপুর বাজারগামী একটি মিনি ট্রাকে ১৩ টি বড় আকারের বস্তায় রক্ষিত মোট ১০৪০ পিস কারেন্ট জালের বান্ডিল জব্দ করা হয়।
পরে শহরতলীর নুনিয়াছড়াস্হ কোস্টগার্ড অফিস প্রাঙ্গনে এসব জাল পুড়িয়ে নষ্ট করা হয়।
মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ড কর্মকর্তাগন এসময় উপস্হিত ছিলেন।
মৎস্য সম্পদ ও মাছের রেনুপোনা ধ্বংসকারী ও ক্ষুদ্র ফাঁসের ক্ষতিকর এসব জাল দীর্ঘদিন যাবৎ টেকনাফ ও উখিয়া উপকূলের জেলেরা ব্যবহার করে আসছে বলে জানা গেছে।